Message

কেন মুসলিম ফ্যামিলী?

প্রিয় সচেতন ভাই-বোন ও অভিভাবকবৃন্দ!

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মহান আল্লাহ তায়ালা এই দুনিয়া ও মানব সভ্যতাকে সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য পরিবার ব্যবস্থা উপহার দিয়েছেন। বিবাহ নামক পবিত্র বিধানের মাধ্যমে এই পরিবার ব্যবস্থাপনার শুরু হয়। পরিবার ব্যবস্থাপনার মধ্য দিয়ে একজন মানব সন্তান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধাপে ধাপে এই সভ্যতার প্রতিটি স্তরে সুন্দরভাবে নিজেকে টিকিয়ে রাখতে পারছে। বর্তমান সভ্যতার যত উন্নতি ও উৎকর্ষ সবকিছুর পেছনে পারিবারিক ব্যবস্থাপনার নিখুত অবদান কেউ অস্বীকার করতে পারবে না।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, সভ্যতাকে টিকিয়ে রাখার প্রাকৃতিক ও সুন্দর প্রথা বিবাহ নামক প্রথাকে আজকে কতিপয় মানুষ আমাদের সমাজ থেকে তুলে দিতে চাইছে। বিবাহের বিকল্প হিসেবে তারা সমকামিতা, যেনা-ব্যাভিচার, অশ্লীলতাকে অবারিত করে দিচ্ছে। পড়া, লেখা, ক্যারিয়ার গঠনের কথা বলেও কেউ কেউ বিবাহকে পিছিয়ে দিচ্ছে। বিবাহের বিরুদ্ধে ছড়ানো হচ্ছে, নানা ধরনের প্রপাগান্ডা। নারী পুরুষের অবাধ মেলা-মেশা, অবৈধ প্রেম ভালোবাসা, পরকীয়া ইত্যাতির কারণে বিয়ে-শাদীর মতো পবিত্র বন্ধনও এখন আর বেশিদিন টিকছে না। তালাকের হার বাড়ছে বাতাসের গতিতে। অনেকেই যারা ঘর-সংসার করছেন তারা বহু যুদ্ধ করে অভিনয় করে টিকে আছেন। এইসবের মূল কারণ হচ্ছে, আমরা আল্লাহর সৃষ্টি হয়েও আমাদের শান্তি ও সমৃদ্ধির জন্য আল্লাহর বিধানকে অবজ্ঞা করছি। সৃষ্টিকর্তার সুন্দর বিধানকে তুচ্ছ করার পরিণতি যে কত ভয়ঙ্কর তা একটু চোখ তুলে তাকালেই আমাদের আশে পাশে দেখতে পাই।

বিভিন্ন কারণে এই পবিত্র প্রথা কলুষিত ও কঠিন হওয়ায় গোটা দুনিয়ার সমাজ ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। বিয়ে কঠিন হওয়াতে দেদারছে বেড়ে গেছে যেনা-ব্যভিচার। উচ্চ-শিক্ষা, ক্যারিয়ার, চাকরি ও নিজকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমে আমাদের যুবক যুবতীরা জীবনের বিশাল অংশ বিবাহ ছাড়া থাকতে হচ্ছে। বিবাহ ছাড়া থাকতে থাকতে কেউ কেউ বিবাহের মতো অতি প্রয়োজনীয় প্রাকৃতিক বিষয়টি ছাড়াই জীবন ধারনে অভ্যস্থ হচ্ছে। আবার কেউ কেউ নিজের যৌন জীবনকে সংযত রাখতে না পেরে পাপের জগতে পা রাখছে। সমকামীতার মতো জঘন্য অপরাধও ধীরে ধীরে বাড়ছে আমাদের সমাজে।

এই মূহুর্তে আমাদের করণীয় হচ্ছে, মানব সভ্যতাকে টিকিয়ে রাখতে আল্লাহ ও রাসূলের নির্দেশিত পন্থায় বিবাহ-শাদিকে একেবারে সহজ করে ফেলা। বিবাহকে যতটা সহজ ও কুরআন সুন্নাহ মাফিক করা যাবে ততই আমাদের সমাজ পাপমুক্ত হবে। আমাদের ছেলে-মেয়েরা বিবাহের মাধ্যমে পাপমুক্ত থেকে ক্যারিয়ার গড়তে কোনো বাধা নেই।

মুসলিম ফ্যামিলি লাইফ (এম.এফ.এল) প্রতিষ্ঠা করা হয়েছে, বিবাহ নামক পবিত্র প্রথাকে সহজ করে সুন্দর পরিবার গঠনে সহায়তা করার জন্য। আমরা যদি সমাজে সুন্দর পরিবার উপহার দিতে পারি তাহলে দেশটাকেও সুন্দরভাবে গড়তে পারব।

মুসলিম ফ্যামিলি লাইফ (এম.এফ.এল) সকলের জন্য উন্মুক্ত প্ল্যাটফর্ম। এখানে মা-বাবা, অভিভাবকসহ মুসলিম যুবক-যুবতী সবাই সদস্য হতে পারবেন। এম.এফ.এল এর কাজ হচ্ছে প্রত্যেক সদস্যকে বিবাহ, পরিবার ও পারিবারিক জিন্দেগী সম্পর্কে জ্ঞান দান ও প্রশিক্ষণ প্রদান করা। যেমনিভাবে মা-বাবা ও অভিভাবকরা প্রশিক্ষিত হয়ে নিজেদের ছেলে-মেয়েদের সুন্দর জীবন গঠনে অবদান রাখতে পারবেন ঠিক তেমনিভাবে বর্তমান সময়ের বিবাহ উপযুক্ত ছেলে-মেয়েরাও সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ লাভ করে নিজেদেরকে সমাজ বিনির্মাণের সদস্য হিসেবে যুক্ত করতে পারবেন। তারা বিবাহপূর্ব প্রস্তুতি, বৈবাহিক জিন্দেগীর বিভিন্ন সমস্যা, ছেলে-মেয়ে জন্ম হলে তাদের সঠিক লালন-পালন, শিক্ষা-দীক্ষাসহ প্যারেন্টিংয়ের বিষয়গুলো সম্পর্কে তারা জানতে পারবেন। মুসলিম ফ্যামিলি লাইফের এই উদ্যোগের কারণে সমাজের বিশাল একটি গোষ্ঠি উপকৃত হবেন বলে আমাদের বিশ্বাস। আল্লাহ তায়ালা আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে কবুল করুন।

 

 

ড. মুহাম্মদ আমিনুল হক
চেয়ারম্যান
মুসলিম ফ্যামিলি লাইফ (এম.এফ.এল)